চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট: ২৩:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২১
১১ ফেব্রুয়ারি শপথ নেবেন চসিকের মেয়র-কাউন্সিলররা

ফাইল ছবি
আগামী ১১ ফেব্রুয়ারি শপথ নেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। এদিন বেলা ১১টায় ঢাকার ওসমানী মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী। তিনি জানান, ১১ ফেব্রুয়ারি ঢাকার ওসমানী মিলনায়তনে শপথ নেবেন চসিকের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাউন্সিলরদের পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। এতে নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ৩ লাখের বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন এম রেজাউল করিম চৌধুরী। অপরদিকে, সাধারণ কাউন্সিলর পদে ৪১টি ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত ৩৯টি ওয়ার্ডেই বিজয়ী হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
এছাড়া বাকি দুটি ওয়ার্ডের একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আরো এক প্রার্থী। কাউন্সিলর প্রার্থীর মৃত্যুতে স্থগিত অপর ওয়ার্ডটির কাউন্সিলর পদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন