Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৩, ৫ ফেব্রুয়ারি ২০২১

প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম

ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম

বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামকে বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারি সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সেখানে তার বিরুদ্ধে এলজিএসপি-৩ প্রকল্পের ডিএফের স্বাক্ষর ও সীল জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে বলেও জানান তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ