গাইবান্ধা প্রতিনিধি
শ্বশুরের কিল-ঘুষিতে জামাইয়ের মৃত্যু

ফাইল ছবি
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্বশুরের কিল-ঘুষিতে জামাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবাকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী। শুক্রবার উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আনছার আলী (৪৯)। রংপুরের পীরগঞ্জ উপজেলার ষোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে। ঘটনার পর থেকে শ্বশুর চান মিয়া পলাতক আছেন।
স্থানীয়রা জানায়, বেঙ্গুলিয়া গ্রামের চান মিয়ার মেয়ে হামিদা বেগমের সঙ্গে আনছার আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই ঘরজামাই হিসেবে থাকছিলেন আনছার আলী। শুক্রবার দুপুরে টাকা নিয়ে শ্বশুর-জামাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনছার আলীর বুকে ও পেটে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন শ্বশুর চান মিয়া। পরে পরিবারের সদস্যরা আনছার আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মতিউর রহমান হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে তার বাবা চান মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন