Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩০, ৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২১

হিমেল বাতাসে ব্যাডমিন্টন খেললেন প্রতিমন্ত্রী শাহরিয়ার

ব্যাডমিন্টন খেলছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

ব্যাডমিন্টন খেলছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

শীত এলেই পাড়ায় পাড়ায় জমে উঠে ব্যাডমিন্টন খেলার আসর। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে উঠতি বয়স থেকে শুরু করে মধ্যবয়সীরা মেতে উঠেন এই খেলায়। এবার হিমেল বাতাসে ব্যাডমিন্টন খেলার মজা নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

জানা গেছে, গত দু’বছর থেকে শীত মৌসুম এলেই ব্যাডমিন্টন খেলার আয়োজন করেন রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে শাহিন রেজার বাসভবনের সামনে এই খেলায় অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় তার সঙ্গী হয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির।

খেলায় প্রতিপক্ষ দলে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শাহিন রেজা ও বাঘা স্বাস্থ্য কেন্দ্রের ডা. আক্তরুজ্জামান। খেলা দেখতে উপজেলা চত্বরে ভিড় জমান অনেকেই।

বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু জানান, শীতের হিমেল বাতাসে কাঁপতে কাঁপতে ব্যাডমিন্টন কোর্টে এসে হাতে র‌্যাকেট ব্যাট উঠিয়ে পোজ দিতে শুরু করেন আমাদের প্রিয় নেতা শাহরিয়ার ভাই।

তিনি বলেন, ‘তিনি (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) মাদক থেকে যুবসমাজকে দূরে সরিয়ে আনতে যেকোনো খেলাধুলা পছন্দ করেন সেটা জানতাম, কিন্তু এতো ভালো খেলোয়াড় সেটা জানতাম না। এক কথায় তিনি অলরাউন্ডার।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ