Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২১

সুন্দরবনে আগুন

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের টহল ফাঁড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (সোমবার) দুপুরে আগুন লাগার প্রায় সাড়ে চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সময় বনভূমির প্রায় ৩ শতক পুড়ে গেছে বলে দাবি করেছেন ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম। 

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সিপিজে সদস্য সোলায়মান হোসেন বনের মধ্যে ধোঁয়ার কুন্ডলি দেখে আমাকে ফোন করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতক্ষণে ধানসাগর স্টেশনের টহল ফাঁড়ির এক কিলেমিটার ভেতরে প্রায় তিন শতাংশ বনভূমি পুড়ে গেছে। তবে বড় ধরণের কোনো গাছ পোড়েনি। 

আগুন লাগার কারণ জানতে চাইলে স্টেশন কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বিড়ি সিগারেটের অব্যবহৃত অংশ থেকে আগুন লাগতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ