Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৯, ৮ ফেব্রুয়ারি ২০২১

১৩ বছর ধর্ষণের বিচার পেলেন নারী, সন্তান পেল পিতৃপরিচয়

ফাইল ছবি

ফাইল ছবি

রংপুরের পীরগাছায় ১৩ বছর আগে কিশোরীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে আদালত ধর্ষণে জন্ম নেওয়া শিশুর সামাজিক স্বীকৃতি দেন এবং দোষী ব্যক্তিকে শিশুর ব্যয় ভার বহন করতে বলেন। 

রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকোনুজ্জামান আজ (সোমবার) দুপুরে আসামি মো. শফিকুল ইসলামের উপস্থতিতে এই রায় দেন।

ট্রাইব্যুনালের সরকারি আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, শিশু সন্তান শফিকুলের সম্পত্তির উত্তরাধিকার হবে। ‌শফিকুলকে ১ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, রংপুরের পীরগাছায় ২০০৭ সালের ২৬ অক্টোবর ১৪ বছরের কিশোরীকে  ধর্ষণ করেন শফিকুল। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পীরগাছা থানায় মামলা করতে যান। সেখানে  পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়।

২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে শফিকুল ইসলাম ও তার বাবা-মাকে আসামি করে আদালতে মামলা হয়। ওই বছরের ৪ আগস্ট সন্তানের জন্ম দেন কিশোরী।

তদন্ত শেষে পুলিশ শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। জন্ম নেয়া শিশু ও শফিকুলের ডিএনএ পরীক্ষা করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ১৩ বছর পর আজ আদালত রায় দেন।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ