Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:০২, ১০ ফেব্রুয়ারি ২০২১

লক্ষ্মীপুরে ১৮ কারাবন্দি পেলেন করোনার টিকা

সংগৃহীত

সংগৃহীত

দেশের প্রত্যেক জেলায় চলছে করোনার টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে ৪০ বছরের ঊর্ধ্বে এবং সম্মুখসারির যোদ্ধারা পাচ্ছেন প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধী টিকা। তাই  লক্ষ্মীপুরে এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে ১৮ কারাবন্দিকে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় একটি মেডিকেল টিম কারাগারে গিয়ে বন্দিদের টিকা দেয়। টিকাগ্রহীতারা সবাই বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত।

কারাগার সূত্রে জানা গেছে, আইনি জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে বন্দিদের কারাগার থেকে বের করা সম্ভব হয়নি। তাই স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ১৮ কারাবন্দিকে টিকা দেয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেল সুপার মো. রফিকুল কাদের জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ১৮ কারাবন্দিকে করোনার টিকা দেয়া হয়েছে। যেসব বন্দির বয়স ৪০ বছরের ঊর্ধ্বে, তাদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে করোনা টিকার জন্য নিবন্ধন করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ