Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৮, ১০ ফেব্রুয়ারি ২০২১

বাড়ি ফেরা হলো না মোস্তাফিজুরের

মোস্তাফিজুর রহমান কল্লোল

মোস্তাফিজুর রহমান কল্লোল

ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে একজন মোস্তাফিজুর রহমান কল্লোল (২৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে কাজ করেন। কর্মস্থল সাতক্ষীরা হলেও মাস্টার্স পরীক্ষা দিতে বাড়িতে এসেছিলেন। কিন্তু চাকরি আর পরীক্ষা কোনো ক্ষেত্রেই আর দেখা যাবেনা তাকে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) মাস্টার্সের পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথে বাস-ট্রাক সংঘর্ষে তিনি প্রাণ হারান। যশোর এমএম কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন মোস্তাফিজুর।

নিহত মোস্তাফিজুর রহমান কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের সুন্দপুর গ্রামের ইছাহক মণ্ডলের ছেলে।

বুধবার সন্ধ্যায় মোস্তাফিজুরের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। তাকে এক নজর দেখতে হুমড়ি খেয়ে পড়ে এলাকার মানুষ। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-কালীগঞ্জ উপজেলার মোস্থাফিজুর রহমান (২৫), চুয়াডাঙ্গার ডিঙ্গেদহের রেশমা (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাকদহের ওলিউল আলম (২৬) ও ঝিনাইদহ সদরের ইউনুচ আলী (২৬)।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ