Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২১

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষ: মৃত্যু বেড়ে ১১

সংগৃহীত

সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আশঙ্কা করা যাচ্ছে সেই সংখ্যা আরও বাড়তে পারে।

নিহতের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামের ইছাহাক মণ্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান কল্লোল (২৫), শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের মৃত মহরম বিশ্বাসের ছেলে আব্দুল আজিজ (৭৫), ভাটপাড়া গ্রামের রণজিত দাসের ছেলে সনাতন দাশ (২৫), নাথকুন্ডুু গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ইউনুস আলী (৩২), চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেশমা (২৬), কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হারুনর রশিদ সোহাগ (২৪), আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের জান্নাতুল বিশ্বাসের ছেলে ওয়ালিউল আলম শুভ (২৫) এবং গাড়িচালক উজ্জ্বল হোসেন। তার বাড়ি মাগুরায়। 

বুধবার (‌১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বারোবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  এতে আহত হন ৩৫ জন। এদের যশোর ও ঝিনাইদহের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী এক কৃষক জানান, বুধবার জে কে পরিবহনের একটি বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে সড়ক পার হওয়া এক পথচারীকে বাঁচাতে গিয়ে ব্রেক করায় বাসটি উল্টে যায়। ওইসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি বাসের মাঝামাঝি সজোরে ধাক্কা দেয়। এতেই বাসের ১০ যাত্রীর প্রাণহানি হয়। পরে ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ