Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২১

স্ত্রীকে মারপিটের অভিযোগে এসআইয়ের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত এসআই আজম মাহমুদ

দণ্ডপ্রাপ্ত এসআই আজম মাহমুদ

যৌতুকের জন্য স্ত্রীকে মারপিটের অভিযোগে যশোরে এক উপপরিদর্শককে (এসআই) তিন বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত এসআইয়ের নাম আজম মাহমুদ। তিনি যশোরের মণিরামপুরের কাশিমপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। বর্তমানে এসআই আজম মাহমুদ কারাগারে আটক আছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নীলুফার শিরিন এই সাজা দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আসামি আজম মাহমুদ পুলিশে কর্মরত থাকা অবস্থায় ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের একরাম আলীর মেয়ে রাবেয়া আক্তারকে বিয়ে করেন। পদোন্নতির সময় তাকে ছয় লাখ টাকা যৌতুক দেয় রাবেয়ার পরিবার। আজম মাহমুদ বাগেরহাটে কর্মরত থাকা অবস্থায় প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে জান্নাতুল ফেরদৌস নামের এক মেয়েকে বিয়ে করেন। অভিযোগের ভিত্তিতে বাগেরহাট এসপি তদন্ত করে সত্যতা পান। এতে ক্ষিপ্ত হয়ে আসামি ২০১৯ সালের ২৭ জুন আসমি আজম মাহমুদ বাড়িতে এসে স্ত্রীকে বেদম মারপিট করেন। পরে স্ত্রী রাবেয়া আক্তার যৌতুকের দাবিতে মারপিটের অভিযোগে আদালতে মামলা করেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি আজম মাহমুদকে তিন বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ