Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০২১

শিবচর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন নৌকার প্রার্থী

মো. আওলাদ হোসেন খান

মো. আওলাদ হোসেন খান

মাদারীপুরের শিবচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আওলাদ হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নির্বাচিত হয়েছেন।

শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় মো. আওলাদ হোসেন খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

শিবচর পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মো. আওলাদ হোসেন খান একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অন্য কোনো প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এছাড়া এই পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি শিবচর পৌরসভায় নির্বাচন হবে। ওইদিন ৯টি কেন্দ্র ও ৪৮টি বুথে ভোটগ্রহণ হবে। এ পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ৯১৮ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ