মাদারীপুর প্রতিনিধি
শিবচর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন নৌকার প্রার্থী

মো. আওলাদ হোসেন খান
মাদারীপুরের শিবচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আওলাদ হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নির্বাচিত হয়েছেন।
শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় মো. আওলাদ হোসেন খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
শিবচর পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মো. আওলাদ হোসেন খান একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অন্য কোনো প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এছাড়া এই পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি শিবচর পৌরসভায় নির্বাচন হবে। ওইদিন ৯টি কেন্দ্র ও ৪৮টি বুথে ভোটগ্রহণ হবে। এ পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ৯১৮ জন।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন