Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২১

চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না হাবিবুরের

ফাইল ছবি

ফাইল ছবি

চিকিৎসা করাতে খুলনায় এসেছিলেন হাবিবুর রহমান(৪০)। সাথে এসেছিলেন রাজিবুল ইসলাম (৪০)। কিন্তু চিকিৎসা শেষে আর বাড়ি ফেরা হলো না তাদের। পথে বাসচাপায় প্রাণ হারিয়েছেন দুজনেই।

শনিবার রাত ৮টায় ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর এবং রাজিবুল ছাড়াও এ ঘটনায় নিহত হয়েছেন  ইজিবাইক চালক ইউনুস আলী (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অসুস্থ হাবিবুর রহমানকে চিকিৎসা করানোর জন্য খুলনায় নিয়ে আসেন রাজিবুল ইসলাম। খুলনা মহানগরীর ময়লাপোতার একটি ডায়াগনস্টিক সেন্টারে হাবিবুরের টেস্ট শেষে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। চুকনগর এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি বেপরোয়া বাস হাবিবুর ও রাজিবুলকে বহনকারী ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা ঘটনাস্থলে তিন জন প্রাণ হারান।

চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ইজিবাইককে চাপা দিয়ে ঢাকা না গিয়ে খুলনার দিকে এসে কাঁঠালতলায় বাস ফেলে পালিয়ে যায় চালক।  

পরে খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও চুকনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ তানভির হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশের সহায়তায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ