Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৯:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০২১

আওয়ামী লীগ থেকে বহিষ্কার কাদের মির্জা

আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। সংগঠনের সব কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ। একই সাথে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

শনিবার (২০ ফেব্রুযারি) জেলা আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গঠনতন্ত্রপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য আওয়ামী লীগের সভানেত্রী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ