Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩১, ২১ ফেব্রুয়ারি ২০২১

জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে ইউপি চেয়ারম্যান

জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে চেয়ারম্যান আবু বকর সিদ্দিক

জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে চেয়ারম্যান আবু বকর সিদ্দিক

প্রতি বছর আসে একুশে ফেব্রুয়ারি। এদিন বাঙালি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তার শ্রেষ্ঠ সন্তানদের। খালি পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদদের প্রতি। কিন্তু পায়ে জুতা নিয়ে ফুল অর্পণ করলে সমালোচনার শিকার তো হতেই হবে।

হ্যাঁ সমালোচনায় ভাসছেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বালুচর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। কেননা জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠেছিলেন তিনি। শুধু তাই নয়, পুষ্পমাল্য অর্পণ করতেও দেখা গেছে তাকে। আর সেই ছবিই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা প্রশাসনের কর্মসূচিতে আবু বকর সিদ্দিক শ্রদ্ধা জানাতে যান। এ সময় তিনি জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে পুষ্পমাল্য অর্পণ করেন। মুহূর্তের মধ্যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় মুক্তিযোদ্ধা এবং সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ডের নিন্দা জানান। 

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ‘অজ্ঞাতসারে এমন ভুল হতে পারে। যদি শহীদের প্রতি শ্রদ্ধা না থাকতো তাহলে গভীর রাতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যেতাম না। মনের অজান্তে আমার এমন একটি ভুল নিয়ে প্রতিপক্ষ রাজনীতি শুরু করেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রশাসন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেয়ার পর ছয় বা সাত নম্বরে উপজেলা আওয়ামী লীগ শ্রদ্ধাঞ্জলি দেয়। সেসময় অন্ধকার থাকায় হয়তো আমার দৃষ্টিগোচর হয়নি। পরে সাংবাদিকদের মাধ্যমে আমি বিষয়টি জানতে পারি। তবে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা দুঃখজনক। ভবিষ্যতে উপজেলা প্রশাসন এ বিষয়ে আরও সর্তক থাকবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ