Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০২১

ওভারটেক প্রতিযোগিতায় ঝরল দুই প্রাণ

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বগুড়া-নওগাঁ সড়কের তিষীগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোড়গ্রামের আব্দুল কাদেরের ছেলে ইজিবাইক চালক আব্দুর রউফ রাসেল ও বেলোহালী গ্রামের ফজলুর রহমানের ছেলে মুক্তার হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকে চড়ে চৌমুহনী থেকে দুপচাঁচিয়া সদরের দিকে যাচ্ছিলেন মুক্তার। তিষীগাড়ী এলাকায় পৌঁছালে বগুড়ামুখী দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী বলেন, একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অপর ট্রাকটি দুর্ঘটনা ঘটায় বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আইনিউজ/ আরআর

অন্যান্য খবর-

বার বার অন্য গাড়িকে ওভারটেক করছিলেন লন্ডন এক্সপ্রেসের চালক

এনা-লন্ডন এক্সপ্রেস সংঘর্ষ: কি বলছে ফায়ার সার্ভিস?

এনা-লন্ডন এক্সপ্রেস সংঘর্ষে নিহত ৭

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ