Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২১

ভাইয়ের স্ত্রীকে বিয়ে, ৩৬ বছর পর গ্রেফতার দম্পতি

গ্রেফতার নাছির উদ্দিন ও পেয়ারা বেগম

গ্রেফতার নাছির উদ্দিন ও পেয়ারা বেগম

প্রায় ৩৬ বছর আগে বড় ভাইয়ের স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করেন দেবর নাছির উদ্দিন। এ ঘটনায় মামলা হলে তাদের এক বছরের কারাদণ্ড দেয় আদালত।

এরপর থেকে দীর্ঘ সময় পালিয়ে বেড়ালেও এবার আর শেষ রক্ষা হলো না তাদের। অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওই দম্পতিকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

শুক্রবার গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার সিটি গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাছির ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের বজলুর রহমানের ছেলে ও পেয়ারা বেগম তার স্ত্রী।

পুলিশ জানায়, বিয়ের পর চট্টগ্রামে গিয়ে নতুন সংসার গড়েন নাছির ও পেয়ারা। চট্টগ্রামের বিভিন্ন স্থানে থাকার পর সবশেষ সিটি গেট এলাকার একটি ভাড়া বাসায় থাকছিলেন তারা। তাদের সংসারে চার ছেলেসন্তান রয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ১৯৮৫ সালে পরকীয়ার জেরে নিজের ভাই মাহবুবের রহমানের স্ত্রী পেয়ারা বেগমকে ভাগিয়ে বিয়ে করেন নাছির উদ্দিন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন মাহবুব। সেই মামলায় ওই দম্পতিকে এক বছরের কারাদণ্ড দেন সোনাগাজীর তৎকালীন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও)। কিন্তু এরপর থেকে দীর্ঘ সময় পলাতক ছিলেন তারা।

আইনিউজ/আরআর

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ