চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট: ০১:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১
চসিকের আলকরণ ওয়ার্ডে ভোট আজ

ফাইল ছবি
স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে ভোট আজ। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ৭টি কেন্দ্রের ৪২টি বুথে ইভিএমে চলবে ভোটগ্রহণ। এতে ৭ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৮৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
আলকরণ ওয়ার্ডের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৬ জন পুলিশ সদস্য, ১২ জন আনসার সদস্য ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।
এর আগে, ২৭ জানুয়ারি চসিকের সব ওয়ার্ডে ভোটগ্রহণ হলেও কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।
পরবর্তীতে এক প্রজ্ঞাপনে জানানো হয়, আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে ২৮ ফেব্রুয়ারি। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। মনোয়নপত্র যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি।
এ ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ১৬৮ জন। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন।
আইনিউজ/আরআর
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন