Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৩:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০২১

শান্তিপূর্ণভাবে চলছে আলকরণের ভোটগ্রহণ

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শান্তিপূর্ণভাবে চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ৭টি কেন্দ্রের ৪২টি বুথে ইভিএমে চলছে ভোটগ্রহণ। এতে ৭ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৮৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

আলকরণ ওয়ার্ডের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ৬ জন পুলিশ সদস্য, ১২ জন আনসার সদস্য ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া জেলা প্রশাসনের একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।

এ ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ১৬৮ জন। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন।

এর আগে, ২৭ জানুয়ারি চসিকের সব ওয়ার্ডে ভোটগ্রহণ হলেও কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে এ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

আইনিউজ/আরআর

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ