Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৩:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২১

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের তিন পৌরসভায় চলছে ভোটগ্রহণ

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে চলছে চট্টগ্রামের তিন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পৌরসভাগুলো হলো- রাঙ্গুনিয়া, মিরসরাই ও বারইয়াহাট। এছাড়া তফসিল অনুযায়ী এ ধাপে রাউজান পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই পৌরসভায় সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তা আর প্রয়োজন হয়নি।

রাঙ্গুনিয়ায় মেয়র পদে দুইজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাঙ্গুনিয়ায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, এ পৌরসভায় মোট ভোটার ২৫ হাজার ৭৯১ জন। এদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৫১৯ জন ও নারী ১২ হাজার ২৭২ জন। সকাল থেকে ১১টি কেন্দ্রের ৭০টি বুথে ভোটগ্রহণ চলছে। পুলিশ, র‍্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১০ জন ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।

মিরসরাইয়ে বিএনপির মেয়র প্রার্থী নুর মোহাম্মদের প্রার্থিতা বাতিল হওয়ায় ভোটের আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন। এছাড়া এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটানিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন জানান, এ পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ৮৫৫ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৪২ জন ও মহিলা ৬ হাজার ৪১৩ জন। একযোগে ৩৮টি বুথে চলছে ভোটগ্রহণ। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুই প্লাটুন বিজিবি, ২৫০ পুলিশ সদস্য, ৭৬ জন আনসার ও র‍্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনটি কেন্দ্র নিয়ে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

বারইয়াহাটে মেয়র পদে দুইজন ও কাউন্সিলর পদে ৫৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটানিং কর্মকর্তা নাজিম উদ্দিন ভূঁইয়া জানান, এ পৌরসভায় মোট ভোটার ৮ হাজার ৬৫৫ জন। এদের মধ্যে পুরুষ ৪ হাজার ৫৯৪ জন ও মহিলা ৪ হাজার ৬১ জন। এ পৌরসভার ৯টি কেন্দ্রের ২৭টি বুথে চলছে ভোটগ্রহণ ভোটারদের নিরাপত্তাএক প্লাটুন বিজিবি, ২৫০ পুলিশ সদস্য, ৭৭ জন আনসার সদস্য র‍্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আইনিউজ/আরআর

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ