Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২১

দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে প্রাণ গেল একজনের

ফাইল ছবি

ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ছোটন অধিকারী নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। নিহত ছোটন একই এলাকার নিতাই অধিকারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে চলছিল ভোটগ্রহণ। বেলা ১১টার পর ওই ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েল ও আখতার হোসেন ফেকুর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরবর্তীতে তা রূপ নেয় ধাওয়া-পাল্টা ধাওয়ায়। এ সময় প্রতিপক্ষের হামলায় ছোটন নিহত হন। তিনি নজরুল ইসলাম রয়েলের সমর্থক ছিলেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, একজন মারা গেছেন বলে শুনেছি। ঘটনাটি আসলে কি তা খতিয়ে দেখছি।

এর আগে, রোববার বেলা ১১টায় এ পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলম। শহরের পাঁচমাথা মোড় জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

আজ রোববার দেশের ২৯টি পৌরসভায় একযোগে চলছে ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আইনিউজ/আরআর

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ