Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২১

আলকরণের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনার কাজ। রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকে এ ওয়ার্ডের ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। ইভিএমে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, সবগুলো কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

এ ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ১৬৮ জন। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন।

এর আগে, ২৭ জানুয়ারি চসিকের সব ওয়ার্ডে ভোটগ্রহণ হলেও কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে এ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

আইনিউজ/আরআর

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ