Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২১

‘বাংলাদেশের সব অর্জনের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগ’

আত্রাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ড. হাছান মাহমুদ। ছবি: আইনিউজ

আত্রাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ড. হাছান মাহমুদ। ছবি: আইনিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের যত অর্জন, সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু স্বাধীনতায় নেতৃত্বদানকারী সংগঠন নয়, এ দলের নেতৃত্বে দেশের সব অর্জন হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি

ড. হাছান মাহমুদ বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। কয়েকদিন পর স্বাধীনতার ৫০ বছর উদযাপন করব।

তিনি বলেন, পরশু রাতে স্বাধীনতার ৫০ বছর পূর্তির পূর্ব মুহূর্তে শেখ হাসিনার নেতৃত্বে আরও একটি অর্জন হয়েছে। সেটি হলো বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হওয়া। এখন আর বাংলাদেশে দরিদ্র দেশ নয়।

আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরেন্দ্র নাথ দত্তের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, এমপি আনোয়ার হোসেন হেলাল ও ব্যারিস্টার নিজামুদ্দিন জলিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/আরআর

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ