Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৯, ২ মার্চ ২০২১
আপডেট: ১৩:৩৬, ২ মার্চ ২০২১

দেশে প্রথম এলপিজি ট্যাংকার জাহাজ তৈরি

এলপিজি ট্যাংকার জাহাজ ‘এমটি ডেল্টা এলপিজি ১’। ছবি: আইনিউজ

এলপিজি ট্যাংকার জাহাজ ‘এমটি ডেল্টা এলপিজি ১’। ছবি: আইনিউজ

বন্দরনগরী চট্টগ্রামে তৈরি হলো দেশের প্রথম এলপিজি ট্যাংকার জাহাজ এমটি ডেল্টা এলপিজি ১’। ইন্ডিয়ান রেজিস্টার অব শিপিং (আইআরএস ক্লাস) অনুমোদিত এ জাহাজটির দৈর্ঘ্য ৭৮ দশমিক ৮৭ মিটার এবং প্রস্থ ১৩ মিটার।

সোমবার নগরীর মোহরার কালুরঘাট এলাকার ডেল্টা শিপ ইয়ার্ডে তৈরি করা এ জাহাজটিকে নদীতে ভাসানো হয়। এ উপলক্ষে জাহাজ নির্মাণ শিল্প, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের মিলনমেলা বসেছিল ইয়ার্ডে।

৩ দশমিক ৩ মিটার ড্রাফটের ‘এমটি ডেল্টা এলপিজি ১’ জাহাজটির ধারণক্ষমতা এক হাজার মেট্রিকটন।

ডেল্টা এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সুদূরপ্রসারী রূপকল্প বাস্তবায়নে তথা উন্নত বাংলাদেশ তৈরিতে সহযাত্রী হতে চাই আমরা। ফলে স্বাধীনতার এ সুবর্ণজয়ন্তীতে জাহাজটিকে লাল সবুজের রঙে সাজিয়েছি। ভারতের সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলোসহ প্রতিবেশী দেশগুলোতে নদীপথে এলপিজি পাঠাতে চাই আমরা। এর আগেও এসব রাজ্যে সিমেন্ট রফতানি করেছি আমরা।

ইয়ার্ডটিতে বর্তমানে তিনটি কার্গো ভ্যাসেল, একটি এলপিজি ক্যারিয়ারসহ ১০টি আইআর ক্লাস অনুমোদিত জাহাজ নির্মাণাধীন রয়েছে বলেও জানান তিনি।

আইনিউজ/আরআর 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ