Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ২ মার্চ ২০২১
আপডেট: ১৫:৫৫, ২ মার্চ ২০২১

চট্টগ্রামে পাথর বোঝাই বাল্কহেড ডুবি, নিখোঁজ দুই

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

চট্টগ্রামের পটিয়ায় পিলারের সঙ্গে ধাক্কা লেগে পাথর বোঝাই একটি বাল্কহেড (নৌযান) ডুবে গেছে। এ ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার মুরারী খালের কালারপোল সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- রহমত আলী ও আবুল কালাম মুন্সী। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার বিপ্লব কুমার নাথ বলেন, ৭০০ টন পাথর বোঝাই করে নিয়ে যাচ্ছিল বাল্কহেডটিকালারপোল সেতু এলাকায় পৌঁছলে পানিতে ডুবে থাকা পুরনো একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে বাল্কহেডটির তলা ফেটে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেটি পানিতে ডুবে যায়। বাল্কহেডটিতে থাকা দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার বিপ্লব কুমার নাথ বলেন, পানির স্রোত বেশি থাকায় নিখোঁজদের উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটছে। আমরা ডুবে যাওয়া বাল্কহেড সার্চ করেছি।

আইনিউজ/আরআর

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ