Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৬, ২ মার্চ ২০২১

অস্ত্র-গুলিসহ র‍্যাবের জালে সন্ত্রাসী

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র-গুলি ও মাদকসহ মো. নাছির নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২ মার্চ) বিকেলে গ্রেফতারের বিষয়টি র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়। এর আগে, সোমবার রাতে উপজেলার উত্তর চাতরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, মাদকদ্রব্য বেচাকেনার খবরে চাতরী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মো. নাছির নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, ছয়টি চাকু ও ৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/আরআর

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ