Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৭, ৩ মার্চ ২০২১
আপডেট: ১৬:২১, ৩ মার্চ ২০২১

পঞ্চম দফায় ভাসানচরের পথে ২২৬০ রোহিঙ্গা

ফাইল ছবি

ফাইল ছবি

পঞ্চম দফায় ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছেন দুই হাজার ২৬০ জন রোহিঙ্গা। বুধবার (৩ মার্চ) সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি জাহাজে করে রওনা হন তারা।

এর আগে, মঙ্গলবার রাতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প থেকে বাসযোগে তারা চট্টগ্রামে এসে পৌঁছান।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের মাঝিরা বলেন, আগের চার দফা সফল যাত্রার পর স্ব-স্ব ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে নাম জমা দিচ্ছেন ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা। সেখানকার পরিবেশ, থাকা-খাওয়ার সুবিধা সম্পর্কে জানার পর যারা যেতে রাজি হচ্ছে, তাদের নিবন্ধনের মাধ্যমে ভাসানচরে স্থানান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

কক্সবাজারের আরআরআরসি কার্যালয় সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দফায় ৯ হাজার ৫৪০ জন রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

প্রথম দফায় গত ৪ ডিসেম্বর এক হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে হস্তান্তর করা হয়। এরপর ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৫ জন এবং ২৮ ও ২৯ জানুয়ারি তৃতীয় দফায় তিন হাজার ২০০ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর হয়।

এছাড়া ১৪ ফেব্রুয়ারি দুই হাজার ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ৮৭৯ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে উখিয়া কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প ত্যাগ করে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু হলে পরের কয়েক মাসে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেন। এর আগেও বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান নিয়েছিলেন। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ১১ লাখ।

আইনিউজ/আরআর

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ