Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৭, ৩ মার্চ ২০২১

নিখোঁজের তিন দিন পর মরদেহ মিলল জঙ্গলে

ফাইল ছবি

ফাইল ছবি

টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের তিন দিন পর সাগর আহমেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মার্চ) রাতে মধুপুর বনাঞ্চলের সেহড়াতল জঙ্গল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাগর গোপালপুর পৌর সদরের ভুয়ারচক এলাকার সমেশ মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, খবর পেয়ে বনাঞ্চলের সেহড়াতল জঙ্গল থেকে অটোরিকশা চালক সাগর আহমেদের মরদেহটি উদ্ধার করা হয়। তার গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে কেউ তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) গোপালপুর থানা ব্রিজ এলাকা থেকে গাড়িতে যাত্রী উঠিয়ে নিখোঁজ হন সাগর। এ ঘটনায় পরদিন তার বাবা গোপালপুর থানায় সাধারন ডায়েরি করেন।

আইনিউজ/আরআর

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ