চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট: ১৬:২৩, ৩ মার্চ ২০২১
ভাসানচরে পৌঁছেছে ২২৬০ রোহিঙ্গা

ফাইল ছবি
পঞ্চম দফায় কক্সবাজার থেকে আসা দুই হাজার ২৬০ জন রোহিঙ্গা ভাসানচরে পৌঁছেছে। বুধবার (৩ মার্চ) দুপুরে ভাসানচরে পৌঁছান তারা।
এর আগে, সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি জাহাজে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। এ নিয়ে ভাসানচরে রোহিঙ্গার সংখ্যা ১২ হাজার ছাড়াল।
ভাসানচর থানার ওসি মো. মাহে আলম বলেন, দুই হাজার ২৬০ জন রোহিঙ্গাকে জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গাড়িতে করে ওয়্যার হাউজে সমবেত করা হয়। সেখানে তাদের ভাসানচরে বসবাসের নিয়ম-কানুন সম্পর্কে ব্রিফ শেষে ক্লাস্টারে স্থানান্তর করা হয়।
কক্সবাজারের আরআরআরসি কার্যালয় সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দফায় ৯ হাজার ৫৪০ জন রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।
প্রথম দফায় গত ৪ ডিসেম্বর এক হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে হস্তান্তর করা হয়। এরপর ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৫ জন এবং ২৮ ও ২৯ জানুয়ারি তৃতীয় দফায় তিন হাজার ২০০ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর হয়।
এছাড়া ১৪ ফেব্রুয়ারি দুই হাজার ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ৮৭৯ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে উখিয়া কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প ত্যাগ করে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু হলে পরের কয়েক মাসে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেন। এর আগেও বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান নিয়েছিলেন। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ১১ লাখ।
আইনিউজ/আরআর
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন