Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৩, ৩ মার্চ ২০২১
আপডেট: ১৬:০৩, ৪ মার্চ ২০২১

ভিডিও

অনায়াসে ১৯৫ টা দেশের রাজধানীর নাম বলে দিতে পারে চার বছরের শিশু

চার বছরের শিশু দেয়ালিকা চৌধুরী। অনায়াসে বলে দিতে পারে ১৯৫ টা দেশের রাজধানীর নাম।দেয়ালিকা জানালো শুধু রাজধানীর নাম নয়, যেকোনো ফল বা সবজির  ইংরেজি  নামও বলতে পারে সে।

দেয়ালিকার বাবা দেবাশীষ চৌধুরী। মা সুস্মিতা দত্ত চিত্রা। সে শ্রীমঙ্গলে নটরডেম স্কুল এন্ড কলেজের নার্সারি শ্রেণির ছাত্রী। বাবা দেবাশীষ চৌধুরী ব্যবসায়ী আর মা চিত্রা দত্ত গৃহিনী। মা-ই সব শিখিয়েছেন।

চিত্রা দত্ত আইনিউজকে বলেন, ‘আমি তাকে সবকিছু শিখিয়েছি। সে সহজেই বিষয়গুলো আয়ত্ত করতে পারে। তবে কিছু কিছু  নাম আছে খুবই অপ্রচলিত এবং  কঠিন।  সেগুলোর উচ্চারণ জানতে  গুগল-এর দ্বারস্থ হয়েছি।

চিত্রা দত্ত বলেন, দেয়ালিকার মুখস্থ শক্তি খুবই প্রখর। যেকোনো বিষয় সহজেই তার মুখস্থ হয়ে যায়। গত জানুয়ারিতে মাত্র স্কুলে ভর্তি হয়েছে। লেখাপড়ার প্রতি তার প্রচণ্ড আগ্রহ। হাতের লেখা খুবই সুন্দর। বাঙলা-ইংরেজি সব বানান লিখতে পারে, পড়তেও পারে। স্কুলের শিক্ষকেরাও তাঁকে খুব স্নেহ করেন।

চিত্রা দত্ত বলেন, বড় হয়ে যা ইচ্ছে তাই হোক। সে একজন ভালো মানুষ হোক এটাই আমার চাওয়া। তবে গিনেস বুকে তার নাম উঠুক বা না উঠুক ইত্যাদিতে মেয়েকে দেখতে চান চিত্রা।

আইনিউজ/এইচকে

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ