চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট: ০১:১০, ৪ মার্চ ২০২১
ইভিএম ভাঙচুর মামলায় কাউন্সিলর প্রার্থীর জামিন

মোহাম্মদ ইসমাইল বালি
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণের দিন ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ ও ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভাঙচুরের মামলায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালির জামিন মঞ্জুর করেছে আদালত।
বুধবার (৩ মার্চ) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী।
তিনি বলেন, রাষ্ট্রপক্ষে ইসমাইল বালির জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত ২৭ জানুয়ারি রাতে পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মুহাম্মদ শাহজাহান বাদি হয়ে কোতোয়ালী থানায় এ মামলা করেন।
এতে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালিকে এক নম্বর আসামি করা হয়। বালি ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন- মো. সেলিম, আবুল খায়ের, আব্দুর রহমান সাদু, মো. ইব্রাহিম, আব্দুল কালাম, মো. হোসেন, মো. জাহেদ, মো. মফিজুর রহমান, মো. আব্দুল জলিল রিপন, আব্দুস সোবহান, সাইদুল হক শাহেদ, মো. ইউসুফ, শাহাদাত হোসেন নাবিল, মো. সাইফুল, সরোয়ার ওয়াহিদ, মো. ইফতেখার ইকবাল নাদিম, মো. জসিম উদ্দিন, আবু তৈয়ব, আবুল খায়ের টুটুল, মো. রুবেল, মো. আকিব জাবেদ, মো. জসিম এবং প্রিন্স মারুফ।
আইনিউজ/আরআর
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন