Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৬, ৫ মার্চ ২০২১

স্বামীর বিরুদ্ধে ‘সুইসাইড নোট’ লিখে গৃহবধূর আত্মহত্যা

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার চান্দিনায় স্বামীর বিরুদ্ধে সুইসাইড নোট লিখে ফারহানা ফেরদৌস নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে উপজেলার ধানসিঁড়ি আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফারহানা দাউদকান্দি উপজেলার সাহাপাড়া এলাকার মো. ফেরদৌস মিয়ার মেয়ে এবং একই এলাকার মো. মহিউদ্দিন সরকারের স্ত্রী। তিনি চান্দিনা ভূমি অফিসের প্রধান সহকারী (নাজির) হিসেবে কর্মরত ছিলেন।

চান্দিনা থানার ওসি শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। যাতে স্বামীকে দায়ী করেছেন তিনি।

ওসি বলেন, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

আইনিউজ/আরআর

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ