Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৬, ৬ মার্চ ২০২১

লাইনচ্যুতির ২৭ ঘণ্টা পর কুষ্টিয়ার রেল যোগাযোগ স্বাভাবিক

ট্রেন-ট্রলি সংঘর্ষে লাইনচ্যুত হয় ৫ টি বগি

ট্রেন-ট্রলি সংঘর্ষে লাইনচ্যুত হয় ৫ টি বগি

বগি লাইনচ্যুতির ২৭ ঘণ্টা পর কুষ্টিয়ার সঙ্গে চার জেলার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।  শুক্রবার কুষ্টিয়া স্টেশন সংলগ্ন মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষে পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছিল। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হয়েছে শনিবার বিকেল পৌনে ৫টার দিকে। লাইন মেরামত শেষে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

এর আগে শুক্রবার (৫ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী ট্রেন রুটের কুষ্টিয়া মিলপাড়া ঘোরলাইন এলাকায় ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। জানা গেছে গম ভর্তি মালবাহী ট্রেনটিতে ২২টি বগি ছিল। এ ঘটনায় কুষ্টিয়ার সঙ্গে খুলনা, রাজশাহী, গোয়ালন্দ ও ফরিদপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

ট্রেনের চালক মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া স্টেশন থেকে ক্লিয়ারিং পাওয়ার পর তিনি ট্রেনটি নিয়ে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। ২০০ গজ যাওয়ার পর মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে তিনি দেখতে পান রেললাইনের ওপরে রেলের একটি ট্রলি দাঁড়ানো অবস্থায় আছে। কিন্তু ট্রেন থেকে ট্রলিটি মাত্র ৫০ গজ দূরে থাকার সময় তিনি তা দেখতে পেয়ে ব্রেক করেও ট্রেন থামাতে পারেননি।

দুর্ঘটনার পর প্রায় ১৭০ জন কর্মীর চেষ্টায় ২৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।

এদিকে এই ঘটনায় রেলের উপ-সহকারী প্রকৌশলী (পথ) সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

কুষ্টিয়ায় ট্রেন-ট্রলি সংঘর্ষ, পাঁচটি বগি লাইনচ্যুত

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ