Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

রাকিবুর রহমান

প্রকাশিত: ১৬:০৭, ৮ মার্চ ২০২১
আপডেট: ১৬:০৮, ৮ মার্চ ২০২১

অজপাড়া গাঁয়ের সেই মেয়েটিই আজ হাজারো মানুষের সেবক

স্বনামধন্য চিকিৎসক ফেরদৌসী বেগম

স্বনামধন্য চিকিৎসক ফেরদৌসী বেগম

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার প্রত্যন্ত একটি অঞ্চলে জন্ম। বাবার সংসারে আর্থিক টানাপোড়েন। সব মিলিয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল প্রায়ই অধরা। আর সেই অধরা স্বপ্নকেই সত্যি করে আজ দেশের স্বনামধন্য চিকিৎসক ফেরদৌসী বেগম। করছেন হাজারো রোগীর সেবা।

১৯৮৭ সালে সন্দ্বীপের মোমেনা সেকান্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৮৯ সালে সরকারি হাজী এবি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ১৯৯৬ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ফেরদৌসী বেগম।

এরপর তিনি নিজেই প্রতিষ্ঠা করেন একটি বেসরকারি হাসপাতাল। বর্তমানে একটি হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা পিজি হাসপাতালের অধীনে করছেন এফসিপিএস কোর্স।

২০২০ সালে মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদফতরের পক্ষ থেকে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অবদানের জন্য সেরা জয়িতার সম্মাননা পান এ নারী চিকিৎসক।

প্রত্যন্ত অঞ্চল থেকে এ পর্যায়ে উঠে আসার গল্প জানতে চাইলে চিকিৎসক ফেরদৌসী বেগম বলেন, প্রত্যন্ত অঞ্চলে জন্ম নিয়ে এ পর্যন্ত উঠে আসা খুব একটা সহজ নয়। আমরা চার বোন ও দুই ভাই। মা-বাবাসহ মোট আটজনের সংসারে বাবার ছিল আর্থিক টানাপোড়েন।

তিনি বলেন, এমন অবস্থায় বাবার পক্ষে পড়ালেখার খরচ চালানো অনেকটাই কষ্টসাধ্য ছিল। এছাড়া তখনকার সময়ে শিক্ষাক্ষেত্রে নারীদের জন্য তেমন সুযোগ-সুবিধাও ছিল না বলা চলে। তবু বাবার মানসিক সহযোগিতা ও নিজে টিউশন করে পড়ালেখার খরচ চালিয়েছি। সব বাধা পেরিয়ে এ পর্যায়ে আসতে পেরেছি। আমার স্বপ্ন পূরণে নিজের আপ্রাণ চেষ্টার পাশাপাশি মা-বাবার উৎসাহ ছিল বেশি। বাকি জীবন মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই।

আইনিউজ/আরআর

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ