Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৯, ১১ মার্চ ২০২১

বেড়াতে এসে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

বন্য হাতি। ফাইল ছবি

বন্য হাতি। ফাইল ছবি

বেড়াতে এসে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক বিশ্ব‌বিদ্যাল‌য় ছাত্রের। বৃহস্পতিবার সকাল ৯টায় রাঙ্গামাটির কাপ্তাই-আসামবস্তি সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম অভিষেক পাল (২১)। সে ঢাকার তেজগাঁও টেক্সটাইল বিশ্ব‌বিদ্যাল‌য়ের ২য় ব‌র্ষের ছাত্র। তার বাবা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটা পোশাক কারখানায় চাকরি করেন। কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত অভিষেকের বন্ধু একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সোবহান উদয় জানান, তারা ৬ বন্ধু বৃহস্পতিবার সকালে কাপ্তাইয়ের প্রশান্তি পার্ক থে‌কে সিএনজি অটো‌রিকশাযোগে রাঙ্গামাটির প‌থে রওনা করেন। সকাল ৯টায় সড়‌কের কামাইল্যাছ‌ড়ি এলাকায় ২‌টি বন্য হাতির মুখোমুখি হন তারা। এ সময় অভিষেক পাল ভ‌য়ে বনের দিকে দৌ‌ড়ে পালানোর সময় পেছনে পেছনে ধাওয়া ক‌রে একটা হাতি তাকে পা‌য়ে পিষ্ট করে।

গুরুতর আহত অবস্থায় অভিষেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

কাপ্তাই হাসপাতা‌লের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালের আনার আগেই  অভিষেকের মৃত্যু ঘ‌টে‌ছে।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার জানান, গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আজকে এই ঘটনা ঘটলো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ