Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০০, ১১ মার্চ ২০২১

পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোম্পানীগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সংগৃহীত

সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও বসুরহাটে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে অতিরিক্ত ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন শিফটে তিনশত পুলিশ মাঠে কাজ করবে। রাঙ্গামাটি থেকে এই অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। এছাড়া র‍্যাবের একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশের দায়ের করা মামলায় মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবারের ঘটনায় জারি হওয়া ১৪৪ ধারা বুধবার রাত ১২টায় শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বসুরহাট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। যানবাহন চলাচলও স্বাভাবিক আছে। তারপরও মানুষের মুখে রয়েছে উৎকণ্ঠার ছাপ। পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র‍্যাব।

সাধারণ মানুষের দাবি, তারা এ অস্থিরতা থেকে মুক্ত হতে চান। রাজনৈতিক এ অস্থিরতার লাগাম আর বাড়তে দেয়া যায় না। আর কোনো প্রাণহানির মতো ঘটনা যেন না ঘটে এজন্য প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খাঁন জানান, ১৪৪ ধারা জারি শেষ হলেও কাউকে অনুমতি ছাড়া সভা সমাবেশ করতে দেয়া হবে না। আমরা আরও কঠিন ও কঠোর অবস্থানে আছি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ