Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩১, ১৩ মার্চ ২০২১
আপডেট: ২২:৫২, ১৩ মার্চ ২০২১

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ

পার্থ গুহ ও হানিফ

পার্থ গুহ ও হানিফ

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ পার্থ গুহ ও হানিফ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

শনিবার (১৩ মার্চ) ভোর ৫ টার দিকে মীরসরাই এলাকায় উল্টো দিক থেকে আসা একটি লরি নিহতদের মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ।

দুর্ঘটনায় আহত সবাইকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী।

কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে এই ছবিটি ফেসবুকে পোস্ট করেছিলেন বিউটি খান

জানা গেছে, একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে মাইক্রোবাসে করে কক্সবাজার যাচ্ছিল তাদের গানের দলটি। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দুর্ঘটনার মুখোমুখি হয় গাড়িটি।

পার্থ এবং হানিফ ছাড়াও গাড়িতে ছিলেন তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু ও তাওহীদ। এরা সকলেই মারাত্মক আহত হয়েছেন।  তবে বিউটি খানের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে হানিফ আহমেদ ও পার্থ গুহ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। সবাই শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ