Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৪, ১৩ মার্চ ২০২১

‘যতক্ষণ দেহে একফোটা রক্ত আছে আমি এখান থেকে সরবো না’

সংবাদ সম্মেলনে কাদের মির্জা

সংবাদ সম্মেলনে কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন,  ‘আমি আল্লাহর উপর নির্ভরশীল। এখন এ বিষয়ে প্রশাসন, সরকার কী পদক্ষেপ নেবে সেটা উনাদের বিষয়। তবে যতক্ষণ দেহে একফোটা রক্ত আছে আমি এখান থেকে সরবো না।’

শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের মির্জা একথা বলেছেন।

কাদের মির্জা বলেন, ‘আমাকে হত্যার জন্য গতকালও (শুক্রবার) একরাম চৌধুরীর বাড়িতে মিটিং হয়েছে। আমি এবং আমার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কাদের মির্জা বলেন, ‘আপনি দলীয় লাইনে যে তদন্ত সেটা তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দীকে দিয়ে করেন। তারা যে সিদ্ধান্ত দেবে আমি মাথা পেতে নেব।’

তিনি আরও বলেন, ‘সৃষ্ট ঘটনাগুলোর জন্য ঢাকা থেকে বিচার বিভাগীয়সহ এনএসআই/ডিজিএফআই দিয়ে তদন্তের দাবি জানাচ্ছি। এতে আমি বা আমার কোনো কর্মী অপরাধ করলে যে শাস্তি দিবেন মাথা পেতে নেব।’

গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ ফেব্রুয়ারি রাতে তিনি মারা যান।

এরপর মঙ্গলবার উপজেলার বসুরহাট পৌরসভা চত্ত্বরে রাত ৯টার দিকে উভয়পক্ষের মধ্যে পুনরায় গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আলা উদ্দিন নামে যুবলীগের এক কর্মীও মারা যান।

গত বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল সোয়া ৪টার দিকে নোয়াখালী প্রেসক্লাব এলাকার একটি চা দোকান থেকে তাকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। পরে নাশকতা মামলায় গ্রেফতারের বিষয়টি জানায় পুলিশ। এমন ঘটনায় বৃহস্পতিবার রাতভর কাদের মির্জাকেও গ্রেফতারের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ