Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫০, ১৩ মার্চ ২০২১

গ্যাসের লিকেজ থেকে আগুন: আরও একজনের মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় গ্যাসের লিকেজ থেকে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ মার্চ) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির হোসেনের (১৫) মৃত্যু হয়।

নিহত সাব্বির শহরের মাসদাইর এলাকার মো. তামিমের ছেলে। সম্পর্কে গৃহকর্তা মিশালের শ্যালক। এতে করে এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

এর আগে গৃহকর্তা মিশেল (২৮), তার দেড় বছরের ছেলে মিনহাজ এবং মিশালের আরেক শ্যালক মাহফুজুল ইসলাম( ১২) মারা যান।

আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন নিহত মিশালের স্ত্রী মিতা আক্তার (২৩) ও তার মেয়ে আফসানা আক্তার (৪)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ সাব্বির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যদের অবস্থা ভালো না।

ফতুল্লা থানার মাসদাইর পতেংগার মোড় এলাকায় নাসরিন আক্তারের মালিকানাধীন ছয়তলা বাড়ি হাজী ভিলার ষষ্ঠ তলার ভাড়াটে বাসিন্দার ফ্ল্যাটে সোমবার দিবাগত রাতে গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে যায়। এতে ওই পরিবারের ৬ জন দগ্ধ হন।

স্বজনরা জানান, গ্যাসের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ওই ফ্ল্যটের বিভিন্ন কক্ষে তা জমতে থাকে। রাতে পরিবারের কেউ সিগারেট অথবা মশার কয়েল জ্বালানোর উদ্দেশ্যে আগুন জ্বালালে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায় এবং অন্য কক্ষগুলোতে তা ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের ছয়  সদস্য দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাঁদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ