নোয়াখালী প্রতিনিধি
কাদের মির্জার বিরুদ্ধে আরও এক মামলার আবেদন

আবদুল কাদের মির্জা
বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আরও একটি মামলার আবেদন করা হয়েছে।
সোমবার (১৫ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতে মির্জা কাদেরকে প্রধান আসামি করে ৯৭ জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের স্ত্রী ও কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান আরা পারভীন।
মামলার বাদী পক্ষের আইনজীবী হারুন অর রশিদ হাওলাদার জানান, মেয়র আবদুল কাদের মির্জা ও তার লোকজন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে গত ৮ মার্চ সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন। এ সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করেন। আদালত বিকেল তিনটায় মামলার শুনানি করবেন।
মামলার বাদী আরজুমান আরা বলেন, কোম্পানীগঞ্জ থানায় মামলা করতে গেলে কাদের মির্জাকে বাদ দিলেই মামলা নেয়া হবে বলে জানায় পুলিশ। ফলে তিনি আজ দুপুরে আদালতে মামলাটি দায়ের করেন।
এর আগে রোববার (১৪ মার্চ) কাদের মির্জাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত যুবলীগের কর্মী আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন ওই মামলার বাদী হয়েছেন।
পরে আদালত শুনানি শেষে এই হত্যার ঘটনায় ইতোমধ্যে কোথাও কোনো মামলা দায়ের হয়েছে কিনা তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আদালতকে অবহিত করার জন্য কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাতে নির্দেশ দেন।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন