Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৭, ১৬ মার্চ ২০২১

বাদলের জামিন আবেদন নামঞ্জুর

মিজানুর রহমান বাদল

মিজানুর রহমান বাদল

পুলিশের ওপর হামলার ঘটনায় মামলায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে নোয়াখালী আমলি আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মোসলেহ উদ্দিন মিজানের আদালত এই আদেশ দেন।

একই দিন আরও ভিন্ন দুটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। একই মামলায় আরও ৮ জনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল সোয়া ৪টার দিকে নোয়াখালী প্রেসক্লাব এলাকার একটি চা দোকান থেকে তাকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। পরে নাশকতা মামলায় গ্রেফতারের বিষয়টি জানায় পুলিশ।

মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে বসুরহাটে আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ১১ জন গুলিবিদ্ধসহ আহত হন প্রায় ৫০ জন। এদের মধ্যে আলাউদ্দিন (৩২) নামে একজন মারা যান।

এদিকে আলাউদ্দিনের মৃত্যুর ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ ১৬৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ