Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৬, ১৬ মার্চ ২০২১

আলু ক্ষেতে আছড়ে পড়লো প্রশিক্ষণ বিমান

সংগৃহীত

সংগৃহীত

রাজশাহীর তানোরে আলু ক্ষেতে আছড়ে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার লালপুর ও আড়াদীঘি গ্রামের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।  

বাংলাদেশ ফ্লাইং ক্লাবের ওই বিমানে দুইজন ছিলেন। তারা দুজনেই সুস্থ আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। 

বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান বিমানে ছিলেন। তার সঙ্গে ছিলেন ক্যাডেট নাহিদ এরশাদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলার লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়লে এলাকাবাসী ছুটে যান। সেখানে গিয়ে তারা দুজনকে উদ্ধার করেন।

রাজশাহীর বিমান বন্দরের ব্যবস্থাপক দিলারা পারভীন জানান, বিমানটি বাংলাদেশ ফ্লাইং একাডেমির। এ ধরনের বিমান মূলত প্রাথমিকভাবে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়।

দুর্ঘটনা খবর পেয়ে ঢাকা থেকে একটি হেলিকপ্টার লালপুর মাঠে আসে। কিন্তু তেমন কোনো হতাহত না হওয়ায় ১০ মিনিট চক্কর দিয়ে আবার ঢাকায় ফিরে গেছে বিমানটি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় ও আরোহীদের উদ্ধার করেন। তবে তেমন বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ