Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১, ১৭ মার্চ ২০২১

টুঙ্গিপাড়া-মুজিবনগর রুটে বিআরটিসির বিশেষ বাস উদ্বোধন

বিআরটিসির বাস। ফাইল ছবি

বিআরটিসির বাস। ফাইল ছবি

১৯২০ সালে ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ হাসিনা। আর ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। ঐতিহাসিক এই দুইটি স্থানের সংযোগ ঘটাতে নতুন এসি বাস চালু করেছে সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি।

বুধবার (১৭ মার্চ) সকালে ভার্চ্যুয়ালি টুঙ্গিপাড়া-মুজিবনগর পথে বিআরটিসির বিশেষ বাস উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এতে অংশ নেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম।

জানা গেছে, প্রতিদিন সকাল ছয়টায় টুঙ্গিপাড়া ও মুজিবনগর থেকে একই সময়ে দুটি বাস যাতায়াত করবে। বিআরটিসির এই বাস চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, ভাঙ্গা, গোপালগঞ্জ সদর হয়ে চলাচল করবে।

বিআরটিসির সূত্র জানিয়েছে, প্রথম ১০ দিন ভর্তুকি দিয়ে বাস চালাবে বিআরটিসি। এই সময়টা হচ্ছে—১৭ থেকে ২২ মার্চ এবং ২৮ থেকে ৩১ মার্চ। এ সময় বাসের ভাড়া হবে ২০০ টাকা। আসা-যাওয়া ৪০০ টাকা। স্বাভাবিক সময়ের জন্য পরে যাত্রী চাহিদা বিবেচনা করে ভাড়া নির্ধারণ করা হবে।

বিআরটিসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিকভাবে টুঙ্গিপাড়া ও মুজিবনগর মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ বাস চালু হওয়ায় মানুষ দুটি স্থান পরিদর্শনে উৎসাহিত হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ