Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২০, ২৩ মার্চ ২০২১

জামিন পেলেন কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল

মিজানুর রহমান বাদল

মিজানুর রহমান বাদল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল জামিন পেয়েছেন।

মঙ্গলবার সকালে তার জামিন মঞ্জুর করেন নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (২ নম্বর) বিচারক নবনীতা গুহ। তার পক্ষে জামিন চান অ্যাডভোকেট হারুন-উর-রশিদ হালদার। শুনানি শেষে তিনটি মামলায় তাকে জামিন দেন বিচারক।

হারুন-উর-রশিদ জানান, সকালে দুটি ও বিকেলে একটি মামলায় বাদলের জামিন মঞ্জুর করে আদালত।

উল্লেখ্য, গত ১১ মার্চ বিকাল সোয়া ৪টার দিকে নোয়াখালী প্রেসক্লাব এলাকার একটি চা দোকান থেকে বাদলকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। পরে নাশকতা মামলায় গ্রেফতারের বিষয়টি জানায় পুলিশ।  এরপর শুক্রবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। এরপরই তার বিরুদ্ধে আরো দুটি মামলা করে আব্দুল কাদের মির্জার সমর্থকরা। 

এর আগে ৯ মার্চ বিকেলে বসুরহাটে আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ১১ জন গুলিবিদ্ধসহ আহত হন প্রায় ৫০ জন। এদের মধ্যে আলাউদ্দিন (৩২) নামে একজন মারা যান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ