নোয়াখালী প্রতিনিধি
জামিন পেলেন কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল

মিজানুর রহমান বাদল
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল জামিন পেয়েছেন।
মঙ্গলবার সকালে তার জামিন মঞ্জুর করেন নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (২ নম্বর) বিচারক নবনীতা গুহ। তার পক্ষে জামিন চান অ্যাডভোকেট হারুন-উর-রশিদ হালদার। শুনানি শেষে তিনটি মামলায় তাকে জামিন দেন বিচারক।
হারুন-উর-রশিদ জানান, সকালে দুটি ও বিকেলে একটি মামলায় বাদলের জামিন মঞ্জুর করে আদালত।
উল্লেখ্য, গত ১১ মার্চ বিকাল সোয়া ৪টার দিকে নোয়াখালী প্রেসক্লাব এলাকার একটি চা দোকান থেকে বাদলকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। পরে নাশকতা মামলায় গ্রেফতারের বিষয়টি জানায় পুলিশ। এরপর শুক্রবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। এরপরই তার বিরুদ্ধে আরো দুটি মামলা করে আব্দুল কাদের মির্জার সমর্থকরা।
এর আগে ৯ মার্চ বিকেলে বসুরহাটে আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ১১ জন গুলিবিদ্ধসহ আহত হন প্রায় ৫০ জন। এদের মধ্যে আলাউদ্দিন (৩২) নামে একজন মারা যান।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন