Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১২, ২৪ মার্চ ২০২১

রাজধানীতে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্যে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) সোয়া ১২টার দিকে দক্ষিণখানের চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবদুর রশিদ (৪২)। সে রড-সিমেন্টের ব্যবসা করতেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্রসহ ছয়জনকে আটক করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালু রাখা নিয়ে প্রভাবশালী আমিনুল ইসলাম হান্নাদের সঙ্গে ব্যবসায়ী আব্দুর রশিদের বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই আবদুর রশিদকে গুলি করে হত্যা করা হয়েছে।

এ সময় আওয়ামী লীগ নেতা জাপানি হান্নানের শটগানের গুলিতে রশিদ নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ