নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধায় বিস্ফোরণ: তদন্তে দায়ী যুদ্ধকালীন মর্টার শেল
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক বসতবাড়িতে ঘটা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। ঘটনাটির প্রাথমিক তদন্ত শেষ হয়েছে জানিয়ে পুলিশ বলছে, ১৯৭১ সালের (যুদ্ধকালীন সময়) কিংবা তার পূর্বের পরিত্যক্ত মর্টার শেল কাটতে গিয়ে এ বিস্ফোরণ ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিকভাবে তদন্ত শেষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বোরহান উদ্দিনের পরিবারের সাথে কোনো জঙ্গি, সন্ত্রাসী, অন্তর্ঘাত বা নাশকতার কোনো সম্পর্ক নেই বলে আমরা নিশ্চিত হয়েছি।
‘ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ টিম এই মর্টাল শেলের বিভিন্ন অংশ নিয়ে পরীক্ষা করছেন। পরীক্ষা থেকে আমরা বিস্তারিত জানাতে পারব।‘
বুধবার (২৩ মার্চ) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বোরহান উদ্দিনের বাড়িতে যান তিন-চারজন অপরিচিত ব্যক্তি। এর কয়েক মিনিট পরই বিকট শব্দে বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। এ ঘটনায় তিনজন মারা যান।
নিহতরা হলেন, কাসেম প্রধানের ছেলে বাড়ির মালিক বোরহান উদ্দিন (৩৬), একই গ্রামের মৃত কবির মিয়ার ছেলে অহেদুল মিয়া (৩৮) ও মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের রানা মিয়া।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত বোরহান উদ্দিনের পরিবারের চার নারী ও অজ্ঞাত একজনসহ মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন