Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৯, ২৮ মার্চ ২০২১
আপডেট: ১৮:১০, ২৮ মার্চ ২০২১

হাটাহাজারী থানার ওসির অপসারণ চান বাবুনগরী

ফাইল ছবি

ফাইল ছবি

কোনও কারণ ছাড়াই হাটহাজারী থানার পুলিশ মাদরাসা শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে এমন দাবি করে ওসি রফিকুল ইসলামের অপসারণ চাইলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার (২৮ মার্চ) চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ত্রিবেণী মোড়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জুনায়েদ বাবুনগরী।

তিনি বলেন, পুলিশের হামলায় হাটাহাজারীর মাদরাসার যেসব শিক্ষার্থী আহত হয়েছে তাদের চিকিৎসার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। এছাড়া হাটাহাজারী থানার ওসিকে অপসারণে প্রশাসনের কাছে দাবি জানাই।

বাবুনগরী আরও বলেন, আমরা সকলে শান্তিপূর্ণ হরতাল পালন করছি। এই হরতালে তারা অংশ নিয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাই। একই সঙ্গে এই হরতালকে কেন্দ্র করে উসকানিমূলক কাজ করা যাবে না।

তিনি জানান, হরতাল শেষে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ব্যারিকেড তুলে দেয়া হবে। ছাত্রদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ