Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৪, ২৯ মার্চ ২০২১
আপডেট: ০০:১৫, ২৯ মার্চ ২০২১

করোনা কাড়ল রাজশাহী মেডিকেলের সহযোগী অধ্যাপকের প্রাণ

ডা. এমএ হান্নান

ডা. এমএ হান্নান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. এমএ হান্নান।

শনিবার রাত ১১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তথ্যটি রোববার (২৮ মার্চ) নিশ্চিত করেছেন হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল।

তিনি জানান, শুক্রবার রাত থেকে ডা. হান্নান লাইফ সাপোর্টে ছিলেন। 

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, বুধবার সারাদিনই ডা. হান্নান রোগী দেখেছেন। রাতে হঠাৎ করে তার শ্বাসকষ্ট ও কাশি শুরু হয়। একপর্যায়ে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

তিনি আরো জানান, উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ডা. হান্নানকে ঢাকায় নেয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু তার অবস্থা জটিল হয়ে পড়ায় তা আর সম্ভব হয়নি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ