Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৭, ৩১ মার্চ ২০২১
আপডেট: ১৪:০৭, ৩১ মার্চ ২০২১

চট্টগ্রামে ট্রাক- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সংগৃহীত

সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দমদমিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালীর হাতিয়া থানার চরফকিরা গ্রামের মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫), নগরীর মোহরার মৃত শাহ আলমের ছেলে খোরশেদ (৪০) ও সিএনজি চালক মো. কামরুল।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘চট্টগ্রাম শহরমুখী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চারজন নিহত হন।

তিনি আরও বলেন, ‘নিহত চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ