Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৭, ১ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৩৮, ১ এপ্রিল ২০২১

কক্সবাজার সমুদ্র সৈকতসহ সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার সমুদ্র সৈকত

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতসহ সব ধরনের পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এ ঘোষণা কার্যকর হবে। 

রাতের মধ্যে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

সৈয়দ মুরাদ ইসলাম জানান, করোনার সংক্রমণ রোধে কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে ১৪ এপ্রিল পর্যন্ত জেলার সব পর্যটন ও বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এ-সংক্রান্ত বিষয়ে গণবিজ্ঞপ্তি জারির পর সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, ইতিমধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে যাতে কেউ প্রবেশ করতে না পারে সে জন্য ব্যারিকেড স্থাপন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সৈকতে প্রচারাভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা ও সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে টিম।

জেলা প্রশাসক ও জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ক কমিটির সভাপতি মো. মামুনুর রশীদ আরো বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করে। যা কার্যকর করতে জেলাব্যাপী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ