Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৯, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৫০, ২ এপ্রিল ২০২১

সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

সুন্দরবন। ফাইল ছবি

সুন্দরবন। ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ। শুক্রবার (২ এপ্রিল) থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসময় সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা না করে বাসায় থাকার জন্য অনুরোধ করা হলো।

দেশে করোনা শনাক্তের পর গত বছরের ১৯ মার্চ সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এর প্রায় সাত মাস পর স্বাস্থ্যবিধি মেনে ট্যুর পরিচালনা করার জন্য নির্দেশনা দেয়া হয়।

কিন্তু সম্প্রতি দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। তাই কর্তৃপক্ষ সরকারি নির্দেশনা অনুসারে পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে।

উল্লেখ্য, প্রতি বছর গড়ে প্রায় দেড় লাখ পর্যটক সুন্দরবন ভ্রমণ করে থাকে। ২০১৯-২০ অর্থবছরে সুন্দরবন ভ্রমণ করেন এক লাখ ৭২ হাজার ৯৭৯ জন পর্যটক। এর মধ্যে দেশি পর্যটক এক লাখ ৭০ হাজার ৬৬২ জন এবং বিদেশি পর্যটক ছিলেন দুই হাজার ৩১৭ জন।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

এবার বন্ধ হলো চিড়িয়াখানাও

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ